অনেক সময় টুকরো-টাকরা ভাবনাচিন্তায় বেখেয়ালী কিছু লাইন মস্তিষ্ককোষে ছলাৎ ছলাৎ শব্দ তোলে। তখন কাগজের টুকরো, ফোনের নোটপ্যাড, হাতের কাছে যা পাই তাতে লিখে রাখি। বেশিরভাগ সময়েই সেগুলোর ভবিষ্যৎ অন্ধকারেই থাকে। আবার অনেক সময় সেগুলোর হিল্লে হয়। কিন্তু হিল্লে হলেও পরে আর খেয়াল থাকে না। সময় ও ইচ্ছের অভাবে সেগুলোকে ধরে বেঁধে, এক জায়গায় জড়ো করে, জোড়া লাগানো হচ্ছিলো না। তাই ভেবেছি নিজের লেখা সে কবিতা হোক, গানের লিরিক্স হোক, কিম্বা কিছুই না হোক, সব এই অন্তর্জালে বন্দী করে রাখার চেষ্টা করবো। সঙ্গে নিজের আঁকা ছোটখাটো কয়েকটা ছবি। কিন্তু এখন দেখছি, এতেও আলসেমি এসেছে। সবসময় সব কিছু বন্দী করা হয়ে উঠছে না।